কষ্টের একটা গল্প 😥😥 সবাই পড়বেন😭😭


.

মেয়ে : আমি একটি কথা বলতে চাই।🥰


ছেলে: বলো🥰


মেয়ে : যদি বলি আমি তোমাকে ভালবাসি।🥰


ছেলে : তুমি আমাকে ভালবাসো কিন্তু আমি যে গরিব😢


মেয়ে : আমি তোমাকে চাই, তোমার সম্পদ নয়।🥰


ছেলে : আমিও তোমাকে ভালোবাসি।🥰


মেয়ে : তুমি আমাকে বিয়ে করে আমার কাছে কি চাইবা?🥰


ছেলে : আমি আমার মা বাবাকে অনেক ভালবাসি তোমার কাছে শুধু তাদের সুখ চাই আমাকে কিছু দাও আর না দাও🥰


কিছু দিন পর😓


মেয়ে : আমার মা বাবা তোমার কাছে আমাকে বিয়ে দিবে না।😢


ছেলে : তাহলে কি করবো আমি? তুমি কি চাও?😢


মেয়ে : আমার মা বাবাকে আমি ছাড়তে পারবো না, তোমাকেও না। তুমি ঘর জামাই চলে আসো 😢


ছেলে : আমি তোমাকে ছাড়া বাচবো না কি করবো বলো আমি রাজি কিন্তু এমন কিন্তু কথা ছিল না😢


মেয়ে : আমার জন্য এই টুকু করো তুমিতো আমাকে ভালোবাসো😢💖


ছেলে ‌‌‌‌‌↑ওকে ঠিক আছে 💖


আরো কিছু দিন পর


হঠাৎ করে 😥😥


মেয়ে : আমার বাবা বলেছে সরকারী চাকরিজীবী হলে বিয়ে দিবে না হলে নয়।😥😥


ছেলে : আমার তো এমন বড় চাকরির যোগ্যতা নাই।😥


মেয়ে : আমি কি করব বল? আমি কিছুই করতে পারবো না তুমি আমার মা বাবাকে বুঝাও।😥


অনেক বুঝানোর পরে-ও কিছু হলো না 😥😥


আরো কিছু দিন পর😥😥


মেয়ে : কালকে আমার বিয়ে😥


ছেলে : কষ্ট হচ্ছে না? 😥


মেয়ে : তুমি কিছুই করতে পারলে না। আমার পোড়া কপাল। কষ্ট নাই বাস্তব মানতেই হবে।।😥


ছেলে : আমিও মেনে নিলাম তোমার বানানো বাস্তব। তুমি ভালো থাকবে ভেবে আমারও কষ্ট নাই।😥


এই বলে ছেলে কেদে কেদে চলে গেলে সেখান থেকে।


আর কোন দিন তাদের দেখা হল না।😥


কয়েক বছর পর💔


মেয়েটি দেখলো একটি কবরে লেখা


যদি বলি আমি তোমাকে ভালবাসি?


তুমার জন্য এই পৃথিবী ছাড়তে পারি।😥


মনে পড়ে গেলো সেই পুরোনো কথা 😥


মেয়েটি সেখানেই কাদতে কাদতে অজ্ঞান হয়ে যায়।


পরে খোজ নিয়ে দেখা গেল সেখানে তার ভালবাসার মানুষ ঘুমিয়ে আছে।


সত্যি কারের ভালোবাসা গুলো কখনো পূণ্যতা পায় না 😰😰😰


দোয়া করি সবার ভালোবাসা যেন পূণ্যতা পায় 😊


.


[কষ্ট লাগে যখন পোস্ট গুলো পড়ে লাইক বা কমেনট না করেন।]😊


#virals #foryou 

#সমাপ্ত।

.


©


মন ছুয়ে যাওয়া গল্প পেতে নীল লেখায় চাপ দিয়ে নতুন গল্পের পেজটা ফলো করুন 👉