দারুণ একটি নাটক 'বাড়ি গাড়ী, নারী'। মোশাররফ করিম ও তানহা তাসনিয়া অভিনীত এ নাটকটি নির্মাণ করেছে তাইফুর জাহান আশিক। বাংলাভিশনের ইউটিউব চ্যানেলে প্রচারিত এ নাটকটি দেখলাম। বহু দিন কমেডি নাটক দেখা হয় না, আজ 'বাড়ি গাড়ী নারী' নাটকটা উপভোগ করেছি। মোশাররফ করিমের কমেডি সেন্স ও তানহা তাসনিয়ার পরিমিত অভিনয় মুগ্ধ করেছে। 


নাটকের গল্প এমন, এক শিল্পপতী মেয়ে সহজ সরল একজন জীবনসঙ্গী চায়। এজন্য তার অধস্তন কর্মকর্তারা বেছে নেয় বরিশালের সুমনকে। এই সুমনের আচরণগুলো দেখতে দেখতে নাটকটা শেষ হয়ে গেলো। স্ত্রী ও বাকিদের সাথে তার মজার সব কথা বার্তা, অভিনয় দারুণ উপভোগ্য ছিলো। পরিবারের সবাই মিলে দেখলাম, প্রচুর হেসেছি পুরো নাটকটা দেখে। শেষে ছোট্ট একটা টুইস্টও ছিলো। অবশ্য কয়েকটা দিক আরো উন্নত হতে পারতো। তবে একটা কমেডি নাটক হিসেবে উপভোগ করেছি। 


তানহা তাসনিয়ার সাথে এই ঈদে মোশাররফ করিমের বেশ কিছু নাটক মুক্তি পেয়েছে। তানহা তাসনিয়াকে বেশ ভালো লাগে। এধরণের নাটকে তাকে বেস্ট সুইট লাগে। কয়েকটি নাটক দেখা হয়েছে এই জুটির। তবে 'বাড়ি গাড়ী নারী' নাটকটা দেখে বেশি মজা পেয়েছি।