দুর্নীতির  জন্য সড়ক গলছে,তাপমাত্রার জন্য নয়।

বিটুমিনের(Bitumen) রাস্তা ৯০ ডিগ্রী সেলসিয়াসেও গলবে না।মূলত বিটুমিনের পরিবর্তে কমদামী টার(Tar) ব্যবহার করলে;গরমে রাস্তার পিচ গলে যায়।কারণ টারের গলনাংক(melting point) মাত্র (৪২-৪৬)ডিগ্রী সেলসিয়াস।কিন্তু বিটুমিনের সবোর্চ্চ গলনাংক (১০০-১৫০) ডিগ্রী সেলসিয়াস।

আগে ৩০-৩২ ডিগ্রি তাপমাত্রা সহনীয় ৮০-১০০ গ্রেডের বিটুমিন ব্যবহার করা হতো।তবে এখন ৬০-৭০ গ্রেডের পিচ ব্যবহার করা হয় যা ৪৮ ডিগ্রি তাপমাত্রায় গলে যায়।

[ বি.দ্র: রোড কনস্ট্রাকশন এর জন্য যে বিটুমিন ব্যবহার করা হয় তার 16টি গ্রেড রয়েছে। ]

তাই বায়ুর তাপমাত্রা যতই হোক বিটুমিনের তৈরি রাস্তার পিচ গলবে না,পিচ গলে যায় কমদামী টার ব্যবহারের কারণে অথবা টার ও বিটুমিনের সংমিশ্রণ ব্যবহারের ক্ষেত্রেও হতে পারে।

The melting point of bitumen is around 120-150°C.The melting point of tar is around 42-46°C.