#শুনুন, আপনাকে নিয়ে একটু কথা বলি!
এই যে আপনি কি নিজেকে চেনেন? কখনো দেখেছেন নিজেকে??🤔
এখন নিঃসন্দেহে আপনি বলবেন- এ কেমন কথা হলো!জন্মানোর পর থেকেই তো আমি নিজেকে দেখে দেখেই বড় হয়েছি!আর আমাকে আমার চেয়েও ভালো আর কেই বা চিনবে!যত্তসব আজাইরা বিষয় নিয়ে ফেসবুকে বকবক করতে চলে আসছে!🫡
আচ্ছা ওয়েট ওয়েট!এখানে একটু থামুন -
সত্যিই তো আপনি.......নিজেকেই দেখেছেন? আর নিজেকেই.... চিনেন? আমি বলবো - "না", আপনি নিজেকে দেখেনও নাই আর চেনার তো প্রশ্নই উঠে না।তাহলে??
মানুষ নিজে হলো একটি স্বচ্ছ আয়না। আর আয়নায় কখনো নিজে নিজেকে দেখা সম্ভব না। আয়নাতে তাই দেখা যায় যা প্রতিফলিত হয়। আপনার চেহারা, বৈশিষ্ট, ব্যক্তিত্ব, আপনার চরিত্র, স্বপ্ন, কল্পনা, কামনা, বাসনা এক কথায় এই সম্পূর্ণ আপনি টা হলেন ঠিক তাই যা আপনার চারপাশে আছে। আপনার চারপাশটাই আপনি নামক আয়নায় প্রতিফলিত হয়ে "আমি" নামে ধরা দেয়।আপনার চার পাশে যদি এমন মানুষ দ্বারা ঘেরা থাকে যারা চোর স্বভাবের, দেখবেন আপনার মধ্যেও সেই স্বভাবটি চলে আসবে। আপনার বন্ধু-বান্ধব যদি ইয়াবা খোর হয় তখন আপনি নিজেকে নেশার ঘোরেই খুঁজে পাবেন।আবার আপনার সার্কেলটি যদি খুব ভাবুক, চিন্তক বা পড়ুয়া বন্ধু নিয়ে হয় তাহলে আপনি নিজের মধ্যেও এই গুনাগুন গুলোই দেখতে পাবেন। আপনার সামনে পেছনে নাস্তিক শুভাকাঙ্খী থাকলে, আপনার মধ্যেও সেই নাস্তিকতাই প্রকাশ পাবে। এইতো গেলো গুন বা বৈশিষ্ট! তাহলে আপনার চেহারা কিভাবে অন্যের প্রতিফলন হলো? হ্যা, এইযে আপনার আউটলুক এটা ফিক্সড কিছুই নয়। আপনার চেহারা প্রতিনিয়ত পরিবর্তনশীল ঠিক আপনার গুনাগুন ও বৈশিষ্টের মতোই। আয়নার সামনে যা ধরা হবে ঠিক তাই তো প্রতিফলিত হবে, তাই না। আপনি নিজেকে কুৎসিত মানুষ দিয়ে ঘিরে রেখেছেন তাই নিজেকে কুৎসিত হিসেবে আবিষ্কার করছেন!আবার যখন চারপাশ সুন্দর মানুষ দিয়ে আবৃত থাকে তখন নিজেকে সুন্দর হিসেবে ধরা দিবে।
মানব শরীরে শোষণ করার ক্ষমতা আছে। আপনি হাতে একটি গরম কাপ নিয়ে দাড়িয়ে থাকেন, দেখবেন কিছুক্ষনের মধ্যে সেই কাপ থেকে তাপ শোষণ করে আপনার হাতটিও গরম হয়ে উঠবে। আবার যদি একটি বরফ হাতে নিয়ে বসে থাকেন তাহলে একটু পর আপনার হাতটিও বরফের মতোই ঠান্ডা হয়ে যাবে। একই ভাবে, সারাদিন আপনি যে সকল মানুষের সাথে মিশছেন,কথা বলছেন,মোবাইল ফোন বা টিভি থেকে যা পড়ছেন, শুনছেন, জানছেন ও দেখছেন অর্থাৎ আপনার চোখ, কান, নাক, ত্বক ইন্দ্রিয় গুলো দিয়ে আপনি যা গ্রহণ করছেন ঠিক তেমন টাই আপনি শোষণ করে নিজেকে সেভাবেই দেখাছেন। আপনার হাতে কিছুই নেই নিজেকে নিয়ন্ত্রণ করার বা তৈরী করার কিন্তু হ্যা আপনার হাতে যেটা আছে তা হলো আপনি -"কি" প্রতিফলন করবেন এবং "কোনটা" শোষণ করবেন তা ঠিক করার মূল পাওয়ারটি আপনার হাতেই।অনেক সময়ই হয়তো আপনি ভাবেন -আমি যদি এরকম হতে পারতাম, আমার মধ্যেও যদি সেইসব বৈশিষ্ট থাকতো তাহলে আমিই হতাম সেরার সেরা! হ্যা আপনি চাইলেই ঠিক সেরকম টাই হতে পারেন যদি সেই বৈশিষ্টের মানুষ দিয়ে নিজেকে ঘিরে রাখতে পারেন। অনলাইন থেকে সে সকল বিষয়ই দেখবেন যা নিজের মধ্যে দেখতে আপনি পছন্দ করবেন। তাঁদের কেই ফলো করুন যাদের মতো হতে চান। তাহলে অটোমেটিক ভাবে সে সকল জিনিস আপনার মধ্যে প্রতিফলিত হয়ে আপনাকে সেভাবে তৈরী করে নিবে।
শুধুমাত্র টাইমপাস করার জন্য, যাকে তাকে ফ্রেন্ড বানাবেন না তা অনলাইন হোক বা অফলাইন। অবসর সময়ে কখনোও ফান ভিডিও, ফাজলামো, জোকস ব্যাক্তিত্বহীন মানুষের ভিডিও দেখবেন না। কারণ আপনার কাছে তা শুধুমাত্র টাইম পাস হলেও, আপনার ব্রেইন তা শোষণ করে আপনাকেও সেই রূপেই পৃথিবীর সামনে প্রেজেন্ট করবে।
বি:দ্র: মানুষ হলো পানির মতো বিশুদ্ধ, রং-গন্ধ হীন, এর সাথে যা মেশাবেন তারই বৈশিষ্ট প্রকাশ পাবে।তাই আজ ও এখন থেকে, বন্ধু নির্বাচনে, ফেইসবুক ফ্রেন্ড, কাঁদের ফলো করবেন, কোন ধরণের ভিডিও দেখবেন এসব কিছুতেই সচেতন হন কারণ ঐটাই হলেন আপনি।
0 মন্তব্যসমূহ